ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) উপজেলার শেখপাড়া বাজারে ত্রিবেণী ইউনিয়ন ছাত্রলীগ শতাধিক রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করেন ।
জানা যায়, উপজেলার জনবহুল এলাকা শেখপাড়ায় বিভিন্ন দোকানদার ও খেটে খাওয়া মানুষের হাতে তারা ইফতারের প্যাকেট তুলে দেন। ইউনিয়ান ছাত্রলীগ সভাপতি শাহিন আল আজাদ পিকুল ও সাধারণ সম্পাদক হৃদয় জোয়ার্দারের নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়।
আরো পড়ুন :
> কালীগঞ্জে বসত বাড়ির বিদ্যুৎ সংযোগ দিয়ে চলছে গভীর নলকূপের সেচ
> অভয়নগর এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
এসময় ছাত্রলীগের সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লা, শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান লিপী খাতুন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রেন্টুসহ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোয়ার্দার কর্মী সাইফুল, সিফাত, সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মার্চ ২৬, ২০২৩ at ২১:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/সুরা