দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন হলো পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নি, সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধরা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে সক্রিয় রয়েছে।
তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র লিপ্ত। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানান পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আর যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ মানেন না, স্বাধীনতা মানেন না, তাদের নাগরিকত্ব থাকা উচিত না মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদ্যাপন উপলক্ষে রোববার (২৬ মার্চ ২০২৩) বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম নূর। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মাননা উপহার প্রদান করেন। এর পর তিনি ২৬ মার্চ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহন কারী কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
আরো পড়ুন :
> নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন
> ট্রেনে কাটা পড়ে কলেজে ছাত্রের মৃত্যু
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
মার্চ ২৬, ২০২৩ at ১৬:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/প্ররা/সুরা