ট্রেনে কাটা পড়ে কলেজে ছাত্রের মৃত্যু

রবিবার ভোর ৫ টার সময় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাজধানীর উত্তরা আজমপুর ট্রেনে কাটা পড়ে আহম্মেদ সানি হানিফ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে আজমপুর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে যানা যায়।পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিধই গ্রামের মো. আবুল বাশার ও রেহেনা বেগমের ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক এলাকার একটি বাসায় থাকতেন।

আরো পড়ুন :
> নড়াইলের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
> ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকব বলেন, ‘বাসা থেকে মসজিদে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন হানিফ নামের ওই ছাত্র। পরে আজমপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে মারা যায়। তার শরীর টুকরো টুকরো হয়ে গেছে।

উপপরিদর্শক আকবর আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মার্চ ২৬, ২০২৩ at ১৬:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রই/সুরা