যশোরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত

ছবি- সংগৃহীত।

যশোরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আজ ভোর ৬টায় শহরের মনিহার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে ফুল দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন :
> অভয়নগরে পবিত্র রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ
> শার্শায় স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ

এরপর সকাল ৮ টায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজএ এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করছে।

মার্চ ২৬, ২০২৩ at ১৫:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএমফা/সুরা