ক্ষেতলালে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ (মার্চ) শনিবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।

উপজেলা পরিষদের সি.এ. এস.এম.শওকত এর সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা।

ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমুখ।

আরো পড়ুন :
> শিবগঞ্জে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
> তুরাগে পুলিশকে ছুরিকাঘাত মূল হোতা আটক

আলোচনা সভা শেষে, গণহত্যায় নিহত শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

মার্চ ২৫, ২০২৩ at ১৪:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাইশা/সুরা