রাজাপুরে চার সন্তানের জননীকে মারধরের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামের খানবাড়িতে শুক্রবার (১৭মার্চ) সকালে পারভীন বেগম (৪২) নামে ৪ সন্তানের জননীর বুক শরীর পদদলনসহ ৩ দফায় মারধরের অভিযোগ পাওয়া গেছে। ফকিরহাট মসজিদের মুয়াজ্জিন আব্দুল আউয়ালের স্ত্রী আহত পারভীনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্দুল আউয়ালের অভিযোগ, বাড়ির পাশের নালজমি নিয়ে বিরোধ জেরে সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর ও প্রতিপক্ষ ইউনুস ও তার স্ত্রী নুরুন নাহার তাদের লোকজন মিলে তাকে মারধর ও বুকে পদদলন করে আহত করেছেন।

অভিযোগের বিষয়ে ইউনুচ ও তার স্ত্রী নুরুননাহার জানান, জমির নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ইউনুচের ছেলে ফিরোজকে ধাক্কা মেরে নালায় ফেলে দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আরো পড়ুন :
> ঝালকাঠি ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কায় চালক কারাগারে
> বিনামূল্যে সুপেয় পানি পাচ্ছে পাইকগাছা পৌরবাসি

তাকে পদদলন করা হয়নি। রাজাপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, আহত অবস্থায় পারভীনকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে এবং লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মার্চ ২৪, ২০২৩ at ২০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাহো/সুরা