এক হালি লেবুর দাম ১০০ টাকা

রমজানে ইফতারের সময় বেশির ভাগ রোজাদার লেবুর শরবত পান করে থাকেন। এবারের রোজায় সেই লেবুর দাম এমন চড়ে গেছে যে উল্টো ক্রেতাকেই কঠিন চিপ দিচ্ছে।। বাজারে বড় সাইজের ভালো মানের এলাচি লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, কয়েক মাস ধরে গরু ও খাসির মাংস ছোঁয়াই যাচ্ছে না। এমতাবস্থায় মুরগির দাম বাড়তে বাড়তে রেকর্ড গড়লে রমজানের শুরুর দিন কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে ব্রয়লারের দাম। তবে, মাংসের প্রভাব দেখা গেছে সবজি ও মাছের বাজারে। রমজানের শুরুতেই মাছের দাম নাগালের বাইরে।

সবজির বাজারেও আগুন। সবজি ও মাছের অসহনীয় মূল্যে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। বাজারে লেবুর হালি সর্বনিম্ন ৬০ থেকে ৭০ টাকা। যদিও এর মান তেমন একটা ভালো নয়। আর একটু বড় সাইজের ভালো মানের এলাচি লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকা।

আরো পড়ুন :
> দেশে প্রতিদিন যক্ষ্মায় ১০০ জনের মৃত্যু
> রাহুল গান্ধীর লোকসভার পদ বাতিল

বিক্রেতরা বলছেন, রোজায় লেবুর চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। তবে, রোজার শেষ দিকে দাম কমবে। সরকার পাইকারি বাজারগুলোতে মনিটরিং করলে দাম কিছুটা কমতে পারে।

ক্রেতারা বলছেন, লেবুর হালি যদি ১০০ টাকা হয়, তাহলে মানুষ কী খাবে। রমজানে নিম্ন আয়ের মানুষ সারাদিন পরিশ্রম করে। রোজা রেখে তৃষ্ণা মেটায় লেবুর শরবত। অথচ, সেটাও এখন নাগালের বাহিরে চলে যাচ্ছে।

মার্চ ২৪, ২০২৩ at ১৭:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বাআ/সুরা