ক্যালিফোর্নিয়ায় ঝড়ে ৫ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টি ও বন্যার মধ্যেই আবার রাজ্যে ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎবিহীন রয়েছে রাজ্যের ৯২ হাজার মানুষ। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে রাজ্যের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে।

ঝড়ের কারণে অঞ্চলজুড়ে এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। এতে, বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে অন্য জায়গায় সরে যেতে হচ্ছে তাদের।

আরো পড়ুন :
> ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে যুবকের মৃত্যু
> মারধর কান ফাটানো ও অস্ত্র মহড়ায় জড়িত রোভার স্কাউট সভাপতি

এদিকে, স্যান ফ্রান্সিসকো শহরের উপকূলীয় অঞ্চলে বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন এক লাখেরও বেশি মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।

মার্চ ২৩, ২০২৩ at ২১:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা