শিবগঞ্জে স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২শে মার্চ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি তাসনিমুজ্জামান।

আরো পড়ুন:
> বিদ্যালয় থেকে বাড়ি ফেরা হলো না শিশু ফাতেমার, সড়কেই ঝড়ল প্রাণ
> ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

মার্চ ২২, ২০২৩ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রই/সুরা