নওগাঁর আত্রাইয়ে বিদ্যালয় শেষে বাড়ী ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ২২মার্চ উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কে জাতআমরুল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই এলাকার উত্তর পাড়ার উজ্জল হোসেনের মেয়ে।
নিহত ফাতেমা খাতুন আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি হলে পায়ে হেঁটে বাড়ীতে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টিন বোঝায় করিমন (ভটভটি) গাড়ী তাকে ধাক্কা দিলে গাড়ীর নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন :
> ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
> রমজান সামনে রেখে চৌগাছায় সব কিছুর দাম বেড়েছে
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে গাড়ীর ড্রাইভারকে আটক করা হয়েছে। গাড়ি থানায় জব্দ করে রাখা আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মার্চ ২২, ২০২৩ at ১৯:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/সুরা