শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব ১o৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার (২২ মার্চ) সারা দেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় শার্শা উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, কৃষি কর্মকর্তা প্রতাফ মণ্ডল, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক, মুক্তিযোদ্ধা, শিক্ষা অফিসার, শার্শা উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি আ. রহিম সর্দ্দার, ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্তিত ছিলেন।
আরো পড়ুন :
> দেশ জুড়ে টিটিসি গুলোতে ৬ মাস ধরে সেইপ প্রকল্পের অতিথি প্রশিক্ষকদের বেতন বন্ধ
> ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে শার্শা উপজেলায় এ পযর্ন্ত ১৮৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর। এ ছাড়া বর্তমানে ৪৬টি পরিবারের মাঝে ভূমী ও গৃহ হস্তান্তরের জন্য ৪৬টি ঘর নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে। যা আগামী জুনের মধ্যেই সম্পন্ন হবে। এরই মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।
মার্চ ২২, ২০২৩ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/সুরা