সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ছবি- সংগৃহীত।

বুধবারও দেশের ছয় বিভাগের অনেক স্থানে এবং দুই বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি হতে পারে মাঝারি ভারি থেকে ভারি ধরনের। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর প্রভাবেই বৃষ্টি আর এই ঝোড়ো হাওয়া। তাদের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসবে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরো পড়ুন:
>ঝিনাইদহের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন
>সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

আরো তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

মার্চ ২২, ২০২৩ at ১০:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাজা/সুরা