ঝিনাইদহের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন

সর্বোচ্চ ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন ঝিনাইদহের ছেলে প্রফেসর ড. জেড এম পারভেজ সাজ্জাদ (তুহিন) ভিসি কিশোরগজ্ঞ বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিষ্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি (সিনেট) সদস্য নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতি সন্তান, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জেড এম পারভেজ সাজ্জাদ তুহিন।

প্রফেসর ড. জেড এম পারভেজ সাজ্জাদ তুহিন ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান। উত্তর দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শামসুর রহমান ও নুরজাহান বেগমের পুত্র।

ড. তুহিন দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনী বৃত্তি ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসিতে বোর্ড ষ্টান্ড করেন। এইচ এস সি তেই বোর্ড স্টান্ড করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপলাই ফিজিক্স এন্ড ইন্জিনিয়ারিং এ পড়াশোনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সাবজেক্টটে ফাস্ট ক্লাস ফাস্ট রেজাল্ট করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন।

বর্তমানে প্রফেসর ড. জেড এম পারভেজ সাজ্জাদ তুহিন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে কর্মরত আছেন। ব্যাক্তিগত জিবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। গত ০৪/০৩/২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজির্ষ্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি (সিনেট) সদস্য ভোটে সারা বাংলাদেশে ১১১৭২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিজ সেন্টার সরকারি কেশবচন্দ্র মহা বিদ্যালয়, ঝিনাইদহ সেন্টারে ১৩৪ ভোটের মধ্যে সড়ব উচ্চ ১২২ টি ভোট পেয়েছে।

আরো পড়ুন:
> সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ
> অতিরিক্ত সোডিয়ামই লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ!

সর্বমোট ১১,১৭২টি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ( সিনেট) নির্বাচিত হয়েছে। ঝিনাইদহ এর মধ্যে শিক্ষিত গ্রাম দুর্গাপুর বলে সকলেই জানেন।

ঝিনাইদহ জেলার মধ্যে উত্তর দুর্গাপুর গ্রামে দু দু জন সম্মানিত বিশ্ববিদ্যালয়ের ভিসি জন্ম গ্রহন করেছেন। একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তত্বাবধান সরকারের সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. জিল্লুর রহমান সিদ্দিকী ও আরেক জন প্রফেসর ড. জেড এম, পারভেজ সাজ্জাদ তুহিন।

মার্চ ২২, ২০২৩ at ১০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/সুরা