রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে কম দামে মাংস ও ডিম বিক্রি শুরু

রমজান উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রাজধানী ঢাকার অন্তত ১৫টি পয়েন্টে কম দামে মাংস ও ডিম বিক্রি হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন মঙ্গলবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোজায় কম দামে জনগণের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানে গরুর মাংস, খাসির মাংস, চামড়াসহ ব্রয়লার মুরগি, দুধ ও ডিম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরো পড়ুন:
> মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি
> ঝিকরগাছার নিশ্চিন্তপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

কর্মকর্তা আরও বলেন, ‘বিক্রয় পরিচালনা করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে, এসব পণ্যের দাম এখনও নির্ধারণ হয়নি। ইফতেখার হোসেন বলেন, ‘রমজানে পরিবারের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় বিক্রি করা হবে।

মার্চ ২১, ২০২৩ at ১৯:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বাআ/সুরা