মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি

ছবি- সংগৃহীত।

মাদারীপুরে রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পথে পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় পৌঁছুলে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করেন।

আরো পড়ুন:
> ঝিকরগাছার নিশ্চিন্তপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব
> নতুন কমিটি পেয়েছে কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশ

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় পাঠানোর সময় পথেই তিনি মারা যান। এ ঘটনার তিনদিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মার্চ ২১, ২০২৩ at ১৯:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/যু/সুরা