বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের এর বার্ষিক ক্রীড়া, সাংস্কিতক ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ-ক্রীড়াই শক্তি-হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহন করাই বড় কথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, কালীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও শাহনাজ পারভীন এর সঞ্চলনায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কিতক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কালীগঞ্জে মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি, এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম, এম,আবু বকর চৌধুরী, সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। এড. মাকসুদর রহমান খাঁন, ভাইস চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ, শর্মিলা রোজারিও মহিলা ভাইস চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ।

আরো পড়ুন:
>খুলনা বিভাগীয় কমিশনারের ঝিনাইদহে বিভিন্ন স্কুলে ঝটিকা অভিযান
>ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মো. আনোয়ার হোসেন উপদেষ্টা, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বলরাম দত্ত, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, হাবিবুর রহমান (ঝিনু) সদস্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, কামরুল ইসলাম সাধারণ সম্পাদক, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মনোয়ারা বেগম, শরীরচর্চা শিক্ষক,বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যের শেষে পুরুষ্কার বিতরনী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতির উপস্থিতিতে পুরুষ্কার বিতরনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মার্চ ২১, ২০২৩ at ১৬:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমুহো/সুরা