ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক এর নেতৃত্বে ২০/৩/২৩ রাত ১১:০০ টা সময় পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিশ্বাস মফিজুল ইসলামের নেতৃত্বে টিম ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা পূর্ব পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আসামী মো. মিরাজুল ইসলাম মিরাজ (২৮) পিতা-মিজানুর রহমান সাং -কোরাপাড়া, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহকে ৪০০( চারশত ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

এবং পরিদর্শক জনাব বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় রাত ০১:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮(সংশোধনী ২০২০) সনের ৩৬ (১) সারণি নং -১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আরো পড়ুন:
> নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
> নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১২৯০টি গৃহহীন পরিবার

মফিজুল ইসলাম বলেন মিরজ অনেক দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। আমরা তাকে খুজতেছিলাম। আসামীকে মাদক আইনে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন।

মার্চ ২১, ২০২৩ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/সুরা