ঘর পাচ্ছে আরও ৪০ হাজার পরিবার

ছবি- সংগৃহীত।

আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও প্রায় ৪০ হাজার পরিবার। বুধবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে এসব ঘর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন এই মানুষদের দিন কাটতো ঝুপড়ি ঘরে।

এখন তারা ঘরের মালিক। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে পাচ্ছে ঠিকানা। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপে দেওয়া হচ্ছে এসব ঘর। এর মধ্য দিয়ে বগুড়ার পাঁচ উপজেলার ১ হাজার ৩৩০টি পরিবারের মানুষের ছিন্নমূল পরিচয় ঘুঁচবে এবার।

জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, জয়পুরহাটের পাঁচটি উপজেলার সরকারি খাস জমিতে ১৩৯টি পরিবার পাচ্ছে আশ্রয়। গোপালগঞ্জের চারটি এবং মুন্সিগঞ্জের দুই উপজেলায় মাথা গোজার ঠাঁই মিলছে কয়েকশ ভূমিহীন পরিবারের।

আরো পড়ুন:
> লালপুরে বিদ্যালয়ের উর্দ্ধমুখী ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী
> কুড়গ্রিাম-১ আসনে নৌকার মাঝি হিসেবে শোভনকে দখেতে চায় জনগন

লক্ষ্মীপুরে পাঁচ উপজেলায় ৩ হাজার ২শ ২৮টি ভূমিহীন পরিবার পাচ্ছে মাথার ওপর ছাদ। জমিসহ আধাপাকা ঘরের মালিকানা পাচ্ছেন ফরিদপুরে গৃহহীনরাও। নরসিংদীতে ৪৫৯ গৃহহীন পরিবার পাচ্ছে ঠিকানা। আশ্রয়ের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

মার্চ ২১, ২০২৩ at ১২:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নি২৪/সুরা