চৌগাছা পৌরসভায় স্যানিটেশন এ্যাকশান প্লান প্রনয়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা

যশোরের চৌগাছা পৌরসভায় দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর এসআইপি বাস্তবায়ন ও স্যানিটেশন এ্যাকশন প্লান প্রনয়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। ওয়ার্কশপে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, ডিপিএইচই’র চিফ স্যোসাল ডেভেলপমেন্ট অফিসার লুৎফর রহমান।

আরো পড়ুন :
>> চুরির অভিযোগে চার জনের বিরুদ্ধে আদালতে মামলা
>> রাজাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্যানেল মেয়র আনিছুর রহমান, প্রকল্প কলসালট্যান্ট স্যানিটেশন সাপোর্ট নাজমুল হুদা, বিজনেন্স কনস্যালটেন্ট জাকারিয়া তুহিন, পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী এমএম আলমগীর হোসেন, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।

দিনব্যাপী ওয়ার্কশপে পৌর কাউন্সিলর, ডিপিএইচই, সুশিল সমাজ প্রতিনিধি, স্থানীয় স্যানিটেশন ব্যাবসায়ী, উদ্যোক্তা ও অন্যান্য স্টেকহোল্ডার প্রতিনিধিগন অংশ গ্রহন করেন।

মার্চ ২০,২০২৩ at ১৯:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/শাস