রাণীশংকৈলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেেন টিএইচএ ডাঃ আব্দুস সামাদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ.লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন প্রমুখ।

আরো পড়ুন :
>> শাহজাদপুরে শিশু অপহরন, মুক্তিপন নেয়ার পর হত্যা
>> জয়পুরহাট ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক কারবারী আটক

এছাড়াও সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা করা হয়।

মার্চ ২০, ২০২৩ at ১৫:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/শাস