চাটমোহরে আরো ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

পাবনার চাটমোহরে ৪র্থ দফায় আরো ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। এ উপজেলায় মোট ১৯৮ টি পরিবার বাসস্থান পেল। বাকি ৭৮ টি পরিবার খুব তাড়াতাড়ি ঘর পাবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো চাটমোহর উপজেলাতেও ১১৬ টি পরিবারের ঘরের উদ্বোধন করবেন।

শনিবার ১৮ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এ তথ্য জানান।

এসময় সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শমীন এহসান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
> রাজাপুরে ট্রলির চাপায় পথচারী নিহত, আহত-১
> খোলা হয়নি বিদ্যালয়ের তালা পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এ উপজেলায় ২৭৬ জন তালিকাভূক্ত ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ১৯৮ টি পরিবার জমিসহ সেমিপাকা বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে উপহার পেল। অবশিষ্ট ৭৮ টি পরিবার জুনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ সেমিপাকা বাড়ি উপহার পাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা। উপজেলার ৫ টি ইউনিয়নে ৪র্থ দফায় ১১৬ টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে হরিপুর, ডিবিগ্রম, মূলগ্রাম, মথুরাপুর ও ফৈলজানা।

মার্চ ১৮, ২০২৩ at ১৬:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/মমেহা