পাইকগাছায় ইঁদুর মারা বিদ্যুতায়িত তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পাইকগাছায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতায়িত তারে জড়িয়ে কৃষক নজরুল ইসলাম (৩৫) মারা গেছে। সে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ইয়াকুব গাজীর ছেলে।

ফুলতলা মৌজায় তার ধান ক্ষেতে ইদুর মারার জন্য তারে বিদ্যুতায়িত করে রাখে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিদ্যুতায়িত তারে মরা ইঁদুর ছাড়াতে গেলে সে নিজেই অসাবধানত বশতঃ তারে জড়িয়ে পড়ে ও ঘটনা স্থলে মারা যায়।

আরো পড়ুন :
> চৌগাছার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ে মা সামবেশ অনুষ্ঠিত
> বেনাপোলে ভারতীয় পণ্য সামগ্রী সহ ৬ চোরাকারবারি গ্রেফতার

পাইকগাছা থানা ওসি মো. জিয়াউর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় তাকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টা বিধবা জহুরা বেগম (৫৫) নামে এক কৃষাণী বিদ্যুতায়িত মারা যান। তিনি একই ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত্যু নুর মোহাম্মদের স্ত্রী।

মার্চ ১৬, ২০২৩ at ২১:০৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/মমেহা