ঘোড়াঘাটে স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(এসসিএইচ-সার্ভিসেস) ও লাইন (এমসি-আরএএইচ),এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, ডাইরেক্টর ডা. মো. মাহমুদুর রহমান।দিনাজপুর সহকারী পরিচালক সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ডা. মো. রেজাউল হক।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন,ঘোড়াঘাট পৌর মেয়র মো. আব্দুস সাত্তার মিলন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. এখলাস হোসেন সরকার,উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মো. মো. মাহমুদুল হাসান ,স্থানীয় সরকার, দিনাজপুর জেলা উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন,দিনাজপুর জেলা হাস পাতালের সহকারী পরিচালক(সিসি) ডা. খাদিজা নাহিদ ইভা, ঘোড়অঘাট সদর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভ‚ট্ট,বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার,সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন,ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।

আরো পড়ুন :
> ইবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত তিন
> কালীগঞ্জে অনুমোদন ও মেয়াদবিহীন রমরমা আইসক্রিমের ব্যবসা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে-২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিত করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. আ.ন.ম মোস্তাফা কামাল মজুমদার ।

কর্মশালায় দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভা এবং ইউয়িন স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মার্চ ১৬, ২০২৩ at ১৯:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/মমেহা