মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি নড়াইলে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আসা সহশ্রাধিক শিক্ষকের অংশগ্রহণে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল চত্বর থেকে বিশাল একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে পুনরায় বিক্ষোভ মিছিল সহকারে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

আরো পড়ুন :
>এজেন্টসহ ৭ অনলাইন জুয়াড়ি আটক
>প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের দাবি-দাওয়ার আদায়ের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, সহসভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রব কুমার ভদ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুরাদ হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোবাশের হোসেন, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ১দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মার্চ ১৩, ২০২৩ at ১৫:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/শাস