শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামে। জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেন এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্তে বিরোধ চলে আসছে।

গত শনিবার বিকাল ৫টার দিকে আমজাদ হোসেন এর স্ত্রী আশরাফুন (৪৮) বাড়ির পার্শ্বে গাছে পানি দিতে থাকলে দেবরের বাড়ির ভিতরে কিছু পানি প্রবেশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেবর আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবীর মাথায় স্বজোড়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমিকে ভর্তি করে দেন। ওই গৃহবধূ রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করেন।

আরো পড়ুন :
>সিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
>রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

রবিবার সকালে ঘটনাস্থলে গেলে নিহত গৃহবধূর মেয়ে হাবিবা বলেন, আমার মা গাছে পানি দেওয়ার সময় আমার চাচা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে আমার মা অসুস্থ্য হয়ে মাটিতে পরে থাকলে আমরা উদ্ধার করে বগুড়া শজিমেকে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আমার মা মৃত্যু বরণ করেন। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মন্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

মার্চ ১২, ২০২৩ at ১৯:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোসামি/মমেহা