ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

বাংলাদেশের জনগণের কাছে আর্জেন্টিনা মানেই বাড়তি এক আবেগ। বিশেষ করে কাতার বিশ্বকাপের সময় লাতিন আমেরিকার দেশটি শিরোপা জেতায় সেই আবেগ আরো বৃদ্ধি পেয়েছে। আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্ব এখন জানে বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা কতটা আপন।

মেসিদের দেশের প্রতি বাংলাদেশের মানুষদের এত সমর্থনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও জোরদার হয়েছে। খোলা হয়েছে দূতাবাসও। বাংলাদেশের মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে এবার ঢাকায় এসছে আর্জেন্টিনার কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে মেসিদের দেশের কাবাডি দল ঢাকায় এসেছে। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারা। দ্বিতীয় দল হিসাবে আজই ঢাকা আসবে চাইনিজ তাইপে।

পরবর্তীতে ধাপে ধাপে আসবে অন্য দলগুলো। জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরটি শুরু হবে ১৩ মার্চ থেকে।

২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। অংশ নিচ্ছে ১২টি দেশ। লাতিন আমেরিকার আার্জেন্টিনা, দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড অংশ নেবে এবারের আসরে। এবারই প্রথম অংশ নিবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।