স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন এমপি মমিন মন্ডল

আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে চৌহালী উপজেলার বেতিল হাই স্কুল মাঠে সদিয়া চাঁদপুর ও দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। চলতি বছরের শেষে নির্বাচন। অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। কারণ আওয়ামী লীগের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে, কোনো দুর্নীতি করে না। বেলকুচি-চৌহালীর উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরো পড়ুন :
>ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে- ৯ বছরের শিশু পলাশ
>ঝিকরগাছায় বিদেশী মদ প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারী আটক

দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি মো. রাশেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলআমিন, সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আনছার আলী বুদ্দু, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুল প্রমুখ।

এসময়, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ও দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মার্চ ০৯, ২০২৩ at ১৯:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/মমেহা