ঝালকাঠিতে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অভিযানে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি ফিরোজাল ওরফে জুয়েল (৫০)কে আটক করা হয়েছে। বুধবার (০৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রসে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‍্যাব-৮ বরিশাল।

বুধবার র‍্যাব- ৮ বরিশালের মেজর জাহাঙ্গীর হোসেনের নেতৃত্ব জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার মরহুম নুর মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে।

আরো পড়ুন :
>রাজাপুরে গাছ থেকে পড়ে প্রান গেলো ব্যবসায়ীর
>ক্ষেতলালে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুয়েল ২০০৭ সালের মার্চ মাসে ফরিদপুরে একটি বাস ডাকাতির সাথে জরিত ছিলেন। এ ঘটনায় ফরিদপুরের জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় জুয়েল কে ১০ বছর কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত ।

এরপরই থেকেই সে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্নগোপনে ছিল। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।

মার্চ ০৯, ২০২৩ at ১৬:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনাই/শাস