অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উত্তাল ৭মার্চ উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণনের উপর আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান,ভাইচ চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির ডাক্তার খন্দকার মামুনুর রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী, মাহমুদুল আলা, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান।

আরো পড়ুন:
> বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের সকল মানুষের প্রেরণা- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য
> বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রভাষক মফিজ উদ্দিন বিকাশ কফিল রায়, আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

মার্চ ০৭, ২০২৩ at ১৫:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহো/সুরা