বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার স্ত্রী আলিয়া। কিছুদিন আগেও অভিনেতার স্ত্রী অভিযোগ তোলেন, নওয়াজউদ্দিন তাকে ও মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। খেতেও দিতেন না। স্ত্রী আলিয়ার নানা অভিযোগ থাকলেও এবার সেসব উড়িয়ে দিলেন অভিনেতা।
নওয়াজউদ্দিন আলিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন- এমন অভিযোগ আলিয়ার বেশ পুরনো। এমনকি ধর্ষণের অভিযোগও করেছিলেন তিনি। তবে এসব অভিযোগে অভিনেতা মুখে কুলুপ এঁটেছিলেন।
এবার মুখ খুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নিজের ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেছেন এ অভিনেতা। লিখেছেন, কারও বিরুদ্ধে অভিযোগ না, নিজের দিক পরিষ্কার করা। কয়েক মাস ধরে আমাকে ‘খারাপ মানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছে। আমি সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম।
এরপরই নিজেদের দাম্পত্য জীবনের বিষয়টি আরও খোলাসা করেন অভিনেতা। বলেন, ‘আমাদের বিয়েবিচ্ছেদ হয়ে গেছে। সন্তানরা সেটা জানে। প্রতিমাসে ১০ লাখ টাকা খোরপোশ দেই আমি। তারপরও আমার কাছে আরও অর্থ চাইছেন আলিয়া। এ অর্থ পাওয়ার জন্যই নানাভাবে আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন তিনি।’
আরো পড়ুন :
>দুই বছর পর মঞ্চে ফিরছে জয় বাংলা কনসার্ট
>হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অপরিচিত কল থেকে মুক্তি
দীর্ঘদিন নীরব থাকলেও এবার যখন স্ত্রীর সব অভিযোগ নিয়ে কথা বলেন নওয়াজউদ্দিন, সেই সময় পাশে দাঁড়ালেন বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী লেখেন, ‘আমি খুব খুশি যে তুমি নীরবতা ভাঙলে। সবসময় চুপ থাকলে সমস্যার সমাধান হয় না।’
নওয়াজ আরও জানান, মুম্বাই ছাড়াও দুবাইয়ে স্ত্রী ও সন্তানদের জন্য ফ্ল্যাট কিনেছেন তিনি। আলিয়ার হাত খরচ হিসেবে মাসে দশ লাখ রুপি দিতেন। এছাড়া সন্তানদের স্কুলের খরচ, ঘুরতে যাওয়ার খরচও বহন করতেন তিনি।
আলিয়ার সঙ্গে একসঙ্গে থাকছেন না উল্লেখ করে তিনি লেখেন, কয়েক বছর ধরে আমরা একসঙ্গে থাকছি না। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে সন্তানদের কথা ভেবে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।
মার্চ ০৭, ২০২৩ at ১২:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/টু/সুরা