টাইগাররা পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো

ছবি- সংগৃহীত।

সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে শেষ ওয়ানডেতে ৫০ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। এই এক জয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতে দুই ধাপ এগিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। ২১ ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে এক লাফে উঠে এসেছে চারে।

এতে অবনতি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা পাকিস্তান নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে অর্থাৎ পাঁচে নেমে গেছে। অন্যদিকে, ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া।

এটা কি শুধুই সান্ত্বনার জয়? এই জয়ে কি আর কোনো অর্জন নেই? আইসিসি ওয়ানডে সুপার লিগ চালুর পর এখন কোনো জয়ই আর ফেলনা নয়। বাংলাদেশই যেমন শেষ ম্যাচটা জিতে বড় দুটি ধাপ পেরিয়েছে।

আরো পড়ুন:
> সকালে খালি পেটে পানি পানের উপকারিতা
> আজ পবিত্র শবেবরাত

আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় ছয় থেকে এক লাফে চারে উঠে এসেছে টাইগাররা। ২১ ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট (প্রতি জয়ে ১০ পয়েন্ট) এখন তাদের। সিরিজের শেষ ম্যাচ হেরে গেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লায়ন্সরা। অন্যদিকে দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ওপরে তথা তিনে অবস্থান করছে ভারত।

মার্চ ০৭, ২০২৩ at ১১:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/সুরা