বিরামপুরে বৈদ্যুতিক আগুনে মুদি দোকানীর ভবিষ্যৎ পুড়ে ছাই

বিরামপুর উপজেলার মহাসড়কের পাশে চন্ডিপুর গ্রামে সোমবার (৬ মার্চ) ভোরে বৈদ্যুতিক আগুনে এক মুদি দোকানীর ভবিষ্যৎ স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। সর্বস্ব হারিয়ে সম্ভাবনাময় একটি পরিবার এখন দিশেহারা।

মুদি দোকানী জাহাঙ্গীর আলম জানান, বিরামপুর ফুলবাড়ি মহাসড়কের পাশে চন্ডিপুর মোড়ে তার একটি মুদিখানা দোকান ছিল। সারা জীবনের আয় রোজগার ও এনজিও’র টাকা দিয়ে সাজিয়েছিলেন স্বপ্নের দোকান। এই দোকানের আয় দিয়ে চলতো তার দুই শিশু সন্তানের লেখাপড়া ও সংসার।

অন্যান্য রাতের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে দেখেন তার দোকান দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্রতায় কেউ কাছে যেতে পারেনি। তবে বিরামপুর ফায়ার সার্ভিসের কমীর্রা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আরো পড়ুন:
>বিমানবন্দর থানায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার ১
>নওগাঁয় আগুনে সাতটি বসতবাড়ী পুড়ে ভস্মিভূত, নিহত ১

ততক্ষণে দোকানের ফ্রিজ, গ্যাসের চুলা, ম্যাজিক চুলা সহ বিভিন্ন প্রকারের প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। জাহাঙ্গীর আলম আরো জানান, তার ধারণা ফ্রিজের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে। তিনি আবার ঘুরে দাঁড়াতে চান। আর এজন্য চেয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট থেকে আর্থিক সহায়তা। ঘটনার পর সংশ্লিষ্ট পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মার্চ ০৬, ২০২৩ at ১৯:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নূই/সুরা