ধামইরহাটে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় ৫ ও ৬ মার্চ দুই দিন ব্যাপী মানবাধিকার কর্মী ও যুবাদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ডাসকো’ ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের আওতাধীন এই প্রোগ্রামে ডাসকো’র প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার মহিউদ্দীন ভুইয়া, ডাসকোর এডমিন এন্ড ফিন্যান্স মো. ফজলুর রহমান।

আরো পড়ুন:
> কাজিপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
> সারা বিশ্বের মধ্যে ভ্যাকসিন হিরোর পুরস্কার পেয়েছেন ডেপুটি স্পিকার

উপজেলা অফিসার মোছা. রওনক লায়লা, সাংবাদিক আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ। ২দিন ব্যাপী প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, ও মানবাধিকার লঙ্ঘনে করীয়, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্য বিবাহ এবং মাদকের কুফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

মার্চ ০৬, ২০২৩ at ১৮:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোর/সুরা