সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি- সংগৃহীত।

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার বারিক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)। আর অপর দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম। তিনি জানান, পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার বারিক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)। আর অপর দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরো পড়ুন:
>গোপালগঞ্জে “স্বপ্ন ফেরিওয়ালা পাঠশালার”উদ্বোধন
>শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রত্যদক্ষদর্শীরা বলছেন, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী মান্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। আর এ সময় নাটোর থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

মার্চ ০৬, ২০২৩ at ১০:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা