যশোরে ব্যাংক এশিয়ার মিলন মেলা অনুষ্ঠিত

যশোরের জেস গার্ন্ডেন পার্কে প্রথম বারের মত ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং যশোর জেলার আয়োজনে জেলার সকল এজেন্টদেরকে নিয়ে (ইউডিসি, ডিপিও, ইনডিভিজুয়াল আউটলেট) এজেন্ট মিলনমেলা ও বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২০ জন এজেন্ট ও তাদের পরিবারের সদস্যরা এই মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠানে যোগদেন।

শনিবার (৪ মার্চ) দিনব্যাপী এ আয়োজনে ছিল বিভিন্ন এজন্টে এবং ব্যাংক এশিয়ার অফিসার দের পুরস্কর, খেলাধুলা, র‌্যাফেল ড্র, অ্যাওয়ার্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাংক এশিয়ার যশোর জেলা শাখার প্রধান মৃত্যুঞ্জয় অধিকারীর সভাপতিত্বে ও ডিস্টিক ম্যানেজার মো. মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
> স্কুল ছাত্র জাহিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন
> গাজীপুরের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

বাঘারপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হাচান, ব্যাংক এশিয়ার যশোর শাখার (এম ও বি) মইনুল ইসলাম, (সি আর এম) এসকে আলী মোহাম্মদ জনি সহ ব্যাংক এশিয়ার অফিসার বৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকিং এর ব্যবসা উন্নতিকরণ এবং ব্যাংকিং বর্হিভ’ত কোন কাজ না করার নির্দেশ দেন ডিস্টিক ম্যানেজার মো. মাসুদ রানা।

মার্চ ০৫, ২০২৩ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/সুরা