যশোরে ম্যানসেলসহ চার জনযুবলীগ নেতা আটক

ছবি- সংগৃহীত।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মীকে লাঞ্ছিতের অভিযোগে যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি সুব্রত কবিশেখর জানান, দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রের চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়।

ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আলামিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আলামিনকে ডাক দিলে তিনি মেশিনটি অন না করে চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আলামিনকে ডেকে মারপিট করেন।

আরো পড়ুন:
> রাবি ছাত্রীকে নির্যাতন ও গণধর্ষণ হুমকির ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি
> রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল সংযুক্তি ফি স্থগিত

চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তার মোবাইলটিও কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তারা মোবাইলটি ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযুক্তদের আটক করা হয়।

সূত্র- দৈনিক কল্যান।

মার্চ ০৫, ২০২৩ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দৈক/সুরা