সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি- সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসুল ইসলাম, ফরিদুল আলম, রতন, আবদুল কাদের, সালাউদ্দিন।

শনিবার (৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের ৯টি ইউনিট। এছাড়া আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম। তার বয়স আনুমানিক ৪০। অন্যদের নাম জানা যায়নি। অন্যদিকে, আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)।

আরো পড়ুন:
> জাতিসংঘকে যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
> ক্ষেতলালে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের সমাপনী

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এই বিস্ফোরণে নিহত পাঁচজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আরেকজনের মরদেহ ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে রয়েছে।

মার্চ ০৫, ২০২৩ at ১০:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দাডেস্টা/সুরা