ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনসেট কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

ছাত্র বিষ পান করে আত্নহত্যা করেছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার (৪ মার্চ) মোবাইল ফোনসেট কিনে না দেয়ায় তুহিন (১৪) নামে এক স্কুল ছাত্র বিষ পান করে আত্নহত্যা করেছে। ঘটনার দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

তুহিন উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মৃত্য আমজাদ হোসেনের ছেলে। এবং সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের তথ্য মতে, মা ও ভাবির কাছে স্মার্ট মোবাইল ফোন সেট কিনে চায় স্কুল ছাত্র তুহিন। মোবাইল কিনে না দেয়ায় শুক্রবার বিকালে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে তুহিন।

আরো পড়ুন :
>অভয়নগরে অভিভাবক ও শিক্ষার্থীদের জিম্মি করে চলছে রমরমা কোচিং বাণিজ্য।
>বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্টে ই-গেট উদ্বোধন, এক মিনিটেরও কম সময়ে সম্পন্ন হবে ইমিগ্রেশন প্রক্রিয়া !

সন্ধায় পরিবারের উপর অভিমান করে বিষ পান করে সে। অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘনটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে।

মার্চ ০৪, ২০২৩ at ২১:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/শাস