তুরাগ থানা পুলিশের অভিযানে ৫,২০০ পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট সহ, আটক ২

তুরাগ থানাধীন ধউর ইষ্ট ওয়েষ্ট মেডিকেল এর বিপরীত পাশে তাহের মোল্লা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই (নি.)/ মো. টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ তুরাগ থানা এলাকার কামারপাড়া স্কুলের সামনে অবস্থানকালে বিশ্বস্থ সূত্রে মাধ্যমে জানতে পারেন যে, তুরাগ থানাধীন ধউর ইষ্ট ওয়েষ্ট মেডিকেল এর বিপরীত পাশে তাহের মোল্লা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

ফাঁড়ি ইনচার্জ এসআই/মো. টিপু সুলতান উক্ত সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার সহ ১৭.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে পুলিশ পৌছামাত্র দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পলানোর জন্য উদ্যত হলে এসআই/মো. টিপু সুলতান সঙ্গীয় অফিসার এর সহায়তায় উক্ত ব্যক্তিদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে-নাতে গ্রেফতার করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মোকাবেলায় ধৃত ১নং আসামী মো. এনায়েত বেপারী (২৮) এর দেহ তল্লাশী কালে তার ডান হাতে বহনকৃত শপিং ব্যাগের মধ্যে ১৬(ষোল)টি সাদা পলিথিনের জিপার, যাহা কালো কস্টেপ দিয়ে মোড়ানো প্রতিটি জিপারে ২০০(দুইশত)পিচ করে মোট ৩২০০ (তিন হাজার দুইশত) পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট এবং ধৃত ২নং আসামী মো. তাজুল ইসলাম খান (৩০) এর ডান হাতে বহনকৃত শপিং ব্যাগের মধ্যে ১০(দশ)টি সাদা রঙের পলিথিনের জিপার।

আরো পড়ুন:
> প্রস্তুত বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ই-গেট, শনিবার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
> কাঁচা রসুন খেলে কী লাভ কী ক্ষতি জানুন

যাহা কালো কস্টেপ দিয়ে মোড়ানো প্রতিটি জিপারে ২০০(দুইশত)পিচ করে মোট ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট সহ সর্বমোট ৫,২০০ (পাঁচ হাজার দুইশত) পিচ হালকা গোলাপী রঙের কথিত ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট আসামীদ্বয়ের নিজ নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়। তুরাগ থানার এফআইআর নং-৪/৮০, তাং-০২/০৩/২০২৩ইং; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)সারণির ১০(গ) রুজু করা হয়েছে।

মার্চ ০৩, ২০২৩ at ১১:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইমি/সুরা