বাংলাদেশ জালানী তেল পরিবেশক সমিতি যশোর জেলা সমিতির পুণর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ জালানী তেল পরিবেশক সমিতি যশোর জেলা সমিতির পুণর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে সদরের বিনোদিয়া পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

তিনি জালানী তেল পরিবেশক সমিতির সমস্যার কথা আগামী সংসদ অধিবেশনের বলার চেষ্টা করবো বলে জানান। এসময় তিনি বলেন দশের লাঠি, একের বোঝা বলে একটি প্রবাদ আছে, একারনে ইউনিট তৈরি করতে হবে। ইউনিট ছাড়া সফলতা আছে না। আর যারা এ ব্যবসার সাথে জড়িত তাদেরকে সমিতিতে রাখতে হবে।

যারা ব্যবসার সাথে জড়িত নয়, তারা যেন সমিতিতে না থাকে। তিনি আরো বলেন শোনা যায় অনেক তেল পাম্পে মানুষকে তেল কম দেয়া হয়। এটা ঠিক নয়, ওজনে কম দেয়া ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এমনকি ওই ব্যক্তিকে ক্ষমাও করেন না। তাই সকলকে শপত নিতে হবে কেউ যেন পাম্পে তেল কম না দিই।

আরো পড়ুন :
>ঠাকুরগাঁও দিনমজুরে গলাটিপে হত্যা থানায় মামলা
>সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

জালানী তেল পরিবেশক সমিতি যশোর জেলা সমিতির সাধারণ সম্পাদক একেএম সামছুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাসুদ উল আলম, বাংলাদেশ জালানী তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সংগঠনের যশোর সমিতির উপদেষ্টা পবিত্র কাপুড়িয়া, মতিউর রহমান বাবু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ। আলোচনা সভা শেষে বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতি যশোর জেলা সমিতির ২৬ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি একেএম সামছুল কাদের, সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক মাহাবুব আলম লাবলু, আলহাজ্ব গোলাম মোর্শেদ, সহসভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক এএসএম আরিফ চাকলাদার, মনির হোসেন সহ সাধারণ সম্পাদক আজমীর জোয়ারদার, কোষাধ্যক্ষ ফারুক হোসেন , সাংগঠনিক সম্পাদক জহির হাসান, দফতর সম্পাদক আলহাজ¦ আসানুর কবীর হাসান, নির্বাহী সদস্য সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, রফিদুল হক টোটন, এবাদত হোসেন, শাহাজান আলী, এএসএম খালিদ, এএসএম আখতারুজ্জামান, নুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন,মো. রাসেল, জালাল উদ্দিন আহম্মদ, বিপ্লব কুমার ঘোষ ও শহিদ উদ্দিন ডন। উপদেষ্টা শেখ আফিল উদ্দিন এমপি, হাইওয়ে ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মতিয়ার রহমান বাবু , রাজাপুর এমকে ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী পবিত্র কাপুরিয়া ও শার্শা বেনাপোলের মেসার্স হক ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী ইমদাদুল হক লতা ।

মার্চ ০২, ২০২৩ at ২০:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্রয/সুরা