নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে উপজেলা পরিষদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো আসাদুজ্জামান, ওসি মোজাম্মেল হক কাজী।

একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
> বেনাপোলে যাত্রীর পায়ের মোজা ও ব্যাগ থেকে সাড়ে ১৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
> ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা

উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ জানান, ধামইরহাট উপজেলায় ২০২২ সালে হালনাগাদ তথ্যমতে ৬ হাজার ১৮৯ জন নতুন ভোটার সহ ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৯৩ জন। এছাড়াও নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ সহ অন্যান্য সেবা নিয়মিত ভাবে প্রদান করা হচ্ছে।

মার্চ ০২, ২০২৩ at ১৭:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোর/সুরা