গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৯

ছবি- সংগৃহীত।

গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লারিসার পাশে দুর্ঘটনাটি ঘটে। রয়টার্স জানায়, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আরেকটি মালবাহী ট্রেন লারিসার দিকে আসছিল। যাত্রাপথে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস জানিয়েছেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে অন্তত সাড়ে ৩শ যাত্রী ছিল।

ট্রেনের দুটি বগির ধ্বংসাবশেষ ট্র্যাকের পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কিনা, ক্ষমতাসম্পন্ন টর্চলাইট নিয়ে সেটি দেখছেন উদ্ধারকারীরা।

আরো পড়ুন:
>বেনাপোলে মাদকসহ ৫ কারবারি আটক
>ববিতে ইংরেজি অ্যাসোসিয়েশনের ভিপি নাহিদ সম্পাদক শফিউর

স্থানীয় সংবাদমাধ্যম ওনলারিসা জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ল্যাজোস নামে এক যাত্রী প্রোতোথেমা পত্রিকাকে বলেন, অভিজ্ঞতাটি ‘খুবই মর্মান্তিক’ ছিল। আমি আহত হইনি। তবে আমার কাছাকাছি আহত অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনে প্রায় সাড়ে ৩০০ জন ভ্রমণ করছিলেন। ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে বলেন, সংঘর্ষের তীব্রতার কারণে যাত্রীদের সরিয়ে নেয়ার কাজ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলছে। খবর আল জাজিরা, রয়টার্স ও সিএনএনের।

মার্চ ০১,২০২৩ at ১৩:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা