ইবিতে ৫ জনকে সাময়িক বহিষ্কার ও প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশের পাশাপাশি হলের প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১ মার্চ) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন হাইকোর্ট। সেই সঙ্গে ইবির হলগুলোর সিসিটিভি মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অন্তরা, উর্মি, মিম, তাবাসসুম ও মোয়াবিয়া। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মো.মহসীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আরো পড়ুন:
> ঝিনাইদহে এক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলা
> আফসানা জাবির ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের নতুন পরিচালক

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের সহ সভাপতি অন্তরাসহ অন্তত ছয়জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এছাড়া হল প্রভোস্টসহ সংশ্লিষ্টদের দায়িত্বে চরম অবহেলা এবং প্রক্টরের উদাসীনতার কথা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন উপস্থাপনের পর আদেশের জন্যে আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

মার্চ ০১,২০২৩ at ১২:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা