এবার কানাডায় নিষিদ্ধ টিকটক

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হলো বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক। সাইবার নিরাপত্তার কারণে দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বিবিসি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে’ বলে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা পর্যবেক্ষণ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হবে। তবে নিরাপত্তা নিশ্চিতে চাইলে দেশের সাধারণ মানুষও টিকটক ব্যবহার বন্ধ করতে পারেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কর্তৃপক্ষ। একই সঙ্গে এ অ্যাপটি বন্ধ না করার আহ্বানও জানিয়েছে তারা।

ফেব্রুয়ারি ২৮,২০২৩ at ১৫:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/সুরা