অস্বাস্থ্যকর বাতাসে যশোরবাসী

যশোর শহরের মনিহার থেকে তোলা। ছবি সংগৃহীত।

যশোরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ারের এনডেক্সে দেখা গেছে, ১৫৫ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে যশোর।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। বিশেষজ্ঞরা বলেছেন বাতাসের প্রতি ঘন মিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ব্যস্তকনার পরিমাণ যদি, শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে ওই বাতাসকে বায়ুমানের সূচক ভালো বলা যায়।

আরো পড়ুন:
> প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী
> উত্তরায় ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

এই মাত্রা ৫১ থেকে একশ হলে বাতাসকে মধ্যম মানের ও ১০১ থেকে ১৫০ হলে বিপদসীমায় আছে বলে ধরে নেওয়া হয়।

ফেব্রুয়ারি ২৮,২০২৩ at ১৪:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বাআ/সুরা