বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা কর্মকর্তা নিয়োগ দেবে কাতার

বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন:
> পূবাইলে গাঁজাসহ মাদক কারবারী আটক
> ভারপ্রাপ্ত অধ্যক্ষের কারণে শিক্ষক-কর্মচারিদের বেতন-বিল রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

এরই অংশ হিসেবে কার্ডের মাধ্যমে ওএমএস দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ২১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা