পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা ঋন পেল

পাইকগাছার বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের ৪ বাসিন্দার মাঝে আয় বদ্ধক কাজে ঋন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তার নিজ কার্যালয়ে এ ঋনের টাকা প্রদান করেন।

ঋণ সুবিধাভোগী চার জনের মধ্যে রহমান গাজী ২০ হাজার, ইব্রাহীম গাজী, ইউসুফ গাজী ও ইসমাইল গাজীকে ১৫ হাজার করে মোট ৬৫ হাজার টাকার ঋন বিতরণ করা হয়।

আরো পড়ুন:
> জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন

চলমান ঋন কার্যক্রমের তথ্য দিয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ অধিনে দরিদ্রদের আয় বদ্ধক কাজে এ ঋন দেওয়া হয়।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ১৯:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপাখু/এসআর