সর্বনিম্ন মূল্য ২০০ টাকা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের দাম

ছবি- সংগৃহীত।

আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে। মিলবে ম্যাচের দিনও। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা ও সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি।

মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এবারের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেখানে সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, এবং সর্বোচ্চ মূল্য ১৫০০ ধরা হয়েছে। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে (মিরপুর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আরো পড়ুন:
>ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক
>দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেয়া হবে: মির্জা ফখরুল

প্রথম দুই ওয়ানডের টিকিটের তথ্য- গ্র্যান্ড স্ট্যান্ড- এক হাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড- এক হাজার টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, নর্থ সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ১১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/এসআর