ঝিনাইদহে সুদখোর গ্রেফতারে জেলা পুলিশের বড় সাফল্য

ঝিনাইদহ জেলা পুলিশের একটা বড় সাফল্য সুদখোর গ্রেফতার বলে মনে করছে ঝিনাইদহের সাধারন মানুষ। ২৬ ফেব্রুয়ারী রবিবার কালীগঞ্জে রেজাউল ও শরিফুল নামে ২ সুদখোরকে গ্রেফতার করেছে কালীগন্জ থানা পুলিশ। সে সময় সুদখোরদের হেফাজত থেকে ২২ লাখ ৫০ হাজার নগদ টাকা ও স্ট্যাম্পসহ কাগজপত্র জব্দ করা হয়। কালীগঞ্জ উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন:
> ঘোড়াঘাটের আমেনা বেগম হত্যা মামলার প্রধান আসামী দিনাজপুরে গ্রেপ্তার
> এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার সিডিউল বিক্রি

জেলা জুড়ে একের পর এক সুদখোর পাকড়াও অভিযানকে স্বাগত জানিয়েছে জেলার সুশীল সমাজ। এইসব ঘটনায় জেলাব্যাপী ভূয়সী প্রসংশা কুড়াচ্ছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আশিকুর রহমান।

ফেব্রুয়ারি ২৬,২০২৩ at ১৯:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর