পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি- সংগৃহীত।

জাপান ছাড়াও পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কান্দ্রিয়ানে শনিবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দেশ।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। ভূমিকম্প থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিম্বে শহরের কাছে একটি ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টে কম্পন অনুভূত হয়েছিল। তবে একজন কর্মী এটিকে ‘খুব খারাপ নয়’ বলে বর্ণনা করেছেন।

একই দিনে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন:
> যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৫
> উচ্চশিক্ষায় চড়া সুদে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ঋণ

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ফেব্রুয়ারি ২৬.২০২৩ at ১০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর